Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মজলিশপুর ইউনিয়নের ইতিহাস

 

কালোত্তর মজলিশপুর

 

 

মধ্যযুগে আজকের ব্রাহ্মণবাড়িয়া ছিল সরাইল পরগনার অন্তর্গত। সুলতানী আমলেই সরাইল পরগনার সৃষ্টি হয়। বাংলার বার ভূইয়ার শ্রেষ্ট ভূইয়া  মসলন্দ-এ-আলা ঈসা খাঁর বংশ পরিচয় থেকে তা জানা যায়। ঈসা খাঁ মসলন্দ-এ-আলা ১৯৩৭ সালে সরাইলে জন্মগ্রহন করেন। যিনি সরাইলকে বাংলার অস্থায়ী রাজধানী হিসেবে স্থাপন করেন। পরবর্তীতে অন্তত্য ২০০ বছর সরাইল পরগনা ঈসা খাঁর বংশধরগনই শাসন করেছেন। অনেকে মনে করেন ঈসা খাঁর পরে সোনাগাজী সরাইলের জমিদার হয়েছিলেন। যিনি সম্রাট আকবরের সেনা অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন ও পরে দেওয়ানী লাভ করেন। দেওয়ান সোনাগাজীর ২ সন্তান ছিল, একজন দেওয়ান শাহবাজ অন্যজন দেওয়ান মজলিশ। সোনাগাজীর মৃত্যর পর তার এক সন্তান তাদের দেওয়ানী রক্ষা, শাসনকার্য পরিচালনা ও খাজনা আদায়ের সুবিধাত্রে সরাইল থেকে দক্ষিণ-পূর্ব দিকে তিতাস পাড়ের প্রাকৃতিক সৌন্দর্যে আকৃষ্ট হয়ে এবং নৌ-যোগাযোগ সুবিধাত্রে বর্তমান মজলিশপুরের খরমপুরে কাচারী স্থাপন করেন। ধীরে ধীরে এ অঞ্চলে বিভিন্ন শ্রেণী পেশা ও ধর্মের মানুষসহ এক সমৃদ্ধ জনপদ গড়ে ওঠে। হাট-বাজার মাঠ-ঘাট ব্যবসা বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক উন্নতি হতে থাকে। পরবর্তীতে দেওয়ান মজলিশ গাজীর নামেই এই গ্রামের নামকরণ করা হয় “মজলিশপুর”। এই হল মজলিশপুর গ্রামের পূর্ব ইতিহাস।